বিজেপি সরকার সময় কালী ন সময়ে দেশ ও রাজ্যে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রুপ পেয়েছে বলে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এই অভিযোগ করেন তিনি। সাংবাদিক সম্মেলনে প্রবীর চক্রবর্তী বলেন, এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আগামী দিনে রাজ্য ব্যাপী ব্যাপক জনমত গঠন করে গণতান্ত্রিক ভাবে আন্দোলনে সামিল হবে। সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস দলের এস সি সেলের চেয়ারম্যান নিরঞ্জন দাস, কংগ্রেস নেতা শান্তি রঞ্জন দেবনাথ।