রবিবার রাতে রাজধানির রাধানগর মোটর স্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাস খোয়াই আসার পথে পহরমুরা এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। ঘটনায় ২২ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা। এরপর ঘটনাস্থল থেকে করে রক্তাক্ত অবস্থায় ২২ জন যাত্রীকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কা জনক অবস্থায় মোট সাতজনকে জিবি হাসপাতালে পাঠানো হয়। তা রা হল- বাদল দেব, প্রদীপ দেব, সুধীর ঘোষ, গীতা দেবনাথ, বিজয় দেব, সুখাই মুর্মু এবং দীপ্তি রানী দেব। অপর আহতদের মধ্যে কয়েকজনকে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে কম আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই র্ঘটনায় ডিডব্লিউএস দপ্তরের গাড়ি চালকও আহত হন। এদিকে যাত্রীবাহী বাস খাদে পড়ে বাসের সব কয়টি যাত্রী আহত হলেও চালক পালিয়ে যায়। আহত যাত্রীরা অভিযোগ করে, খোয়াই-আগরতলা সড়কে যে বাসগুলি যাতায়াত করে সেগুলোর মালিকরা কোন ধরনের গাড়ির যন্ত্রাংশে সারাই করছেন না। জোড়া তালি দিয়ে চালাচ্ছে বাস গাড়িগুলো।যার ফলে এই ঘটনা।