সোমবার ইসরোর মুকুটে আরও একটি সাফল্যের পালক যুক্ত হল। সফলভাবে উৎক্ষেপণ করা হল নেক্সট জেনারেশন নেভিগেশনাল স্যাটেলাইট। এই স্যাটেলাইট রিয়েল টাইম পজিশনিং ও সময় সংক্রান্ত তথ্য সরবরাহ করবে। এদিন অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে জিএসএলভি রকেটের সাহায্যে পরবর্তী প্রজন্মের নেভিগেশনাল স্যাটেলাইটের উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের ২০ মিনিট বাদে রকেটটি সফলভাবে স্যাটেলাইটটিকে ভূপৃষ্ঠ থেকে ২৫১ কিলোমিটার উচ্চতায় জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে স্থাপন করে।উপগ্রহ উৎক্ষেপণের পরই ইসরোর তরফে বলা হয়, “এবার আাদের কাছে আরও বড় মাপের উপগ্রহ উৎক্ষেপণ করার ক্ষমতা রয়েছে।ভারতীয় নক্ষত্রের নেভিগেশনের জন্য স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম রয়েছে ইসরোর, যা অনেকটা জিপিএসের মতই কাজ করে। ভারত ও তার আশেপাশের ১৫০০ কিলোমিটার অঞ্চলের সঠিক ও রিয়েল টাইম নেভিগেশন করে স্যাটেলাইট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ২০০০ টাকার নোট বদলে বাধ্যতামূলক হোক পরিচয় পত্র।
Next post অল ত্রিপুরা ম্যানুফ্যাকচারার এসোসিয়েশন” প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে
%d bloggers like this: