রক্তদান মহত দান l আর এর বিকল্প নেই l তাই রাজ্যের
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার ভারতীয় জনতা যুব মোর্চা সদর শহর জেলার উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিন ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিধায়ীকা মিনা সরকার, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় ও মেয়র দীপক মজুমদার সহ যুব মোর্চার রাজ্য নেতৃত্বরা।মুখ্যমন্ত্রী এদিন শিবিরটি ঘুরে দেখেন ও রক্তদাতাদের সঙ্গে কথা বলেন। শিবিরে মুখ্যমন্ত্রী বলেন, আমরা বস্ত্র দান, জ্ঞান দান, কিডনি দান , লিভার দান যত দানই করি না কেন , সব থেকে বড় দান হল রক্তদান। কারন এই রক্তদানের মাধ্যমে একজন মূমূর্ষ রোগীকে বাঁচানো যায়। শিবিরে রক্তদাতাদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রক্তদানে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি l