তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের ভূমিকায় আবারো ক্ষোভের সঞ্চার জনসাধারণের মধ্যে l ঘটনা মঙ্গলবার রাতে তেলিয়ামুড়ায়। এদিন রাত প্রায় বারোটা নাগাদ আচমকা গোটা তেলিয়ামুড়া সহ এর আশপাশ এলাকায় বিদ্যুৎ চলে যায়। তখন গোটা তেলিয়ামুড়ার সাধারণ মানুষ তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের জরুরী কালীন ল্যান্ড লাইনে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের কোন বিভাগেই জরুরী কালীন ল্যান্ড লাইনটি রিসিভ করে সাধারণ মানুষ জনকে সহযোগিতা করার মত কেউই ছিল না। শুধু তাই নয় সাধারণ মানুষজনেরা তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন বিভাগগুলির দায়িত্বে থাকা একাধিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও আধিকারিকরা এতটাই নিদ্রাচ্ছন্ন ছিলেন যে ফোন টুকু রিসিভ করার প্রয়োজন বোধ করেননি। গাভীর রাতে তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকার একাংশ মানুষজনেরা তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে এসে রাত্রিকালীন দায়িত্বে থাকা কোন বিদ্যুৎ কর্মীকে না দেখতে পেয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। তাদের অভিযোগ, তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন বিভাগ গুলিতে রাত্রিকালীন বিদ্যুৎ কর্মী যারা রয়েছেন তারা অফিসে তালা ঝুলিয়ে বাড়িতে গিয়ে কুম্ভ নিদ্রা নিচ্ছেন। এখন প্রশ্ন যদি রাত্রিকালীন সময়ে তেলিয়ামুড়া বা এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সংক্রান্ত কোন ধরনের বড় দুর্ঘটনা ঘটে তাহলে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তর এক্ষেত্রে কোন ধরনের ব্যবস্থাই যে নিতে পারবে না তা বলা যায়

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ফিল্মি কায়দায় নিজের স্ত্রীকে *খুন! পলাতক স্বামী
Next post সরকারি টাকায় সুশাসনের নামে উদ্দামতার ছড়াছড়ি মুঙ্গিয়াকামিতে!
%d bloggers like this: