রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের নয়া মন্ত্রী টিংকু রায়কে সংবর্ধনা দিল অল ত্রিপুরা চেস এসোসিয়েশন l এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রশান্ত কুন্ডু, জেনারেল সেক্রেটারি দীপক সাহা , যুগ্ম সম্পাদক নির্মল দাস , সহ-সভাপতি জয়পদ সাহা, কোষাধক্ষ্য মিঠু দেবনাথ , অর্গেনাইজিং সেক্রেটারি অভিজিৎ ঘোষ ও অফিস এক্সিকিউটিভ অনুপম ভট্টাচার্যl সম্বর্ধনা পেয়ে আপ্লুত মন্ত্রী টিংকু রায় l রাজ্যে দাবার প্রসারে এবং দাবার উন্নয়নে মন্ত্রী সর্বতোভাবে রাজ্য দাবা সংস্থাকে সহযোগিতা করবে বলে আশ্বাস দেন l