আজ নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ নয়া সংসদ ভবন চত্বরে পৌঁছন প্রধানমন্ত্রী lসংসদ ভবনে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান ওম বিড়লা। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পুজো-যজ্ঞের আয়োজন করা হয়েছিল। সেই পুজোয় সামিল হন প্রধানমন্ত্রী মোদী ও লোকসভার স্পিকার ওম বিড়লা lধর্মীয় আচার-অনুষ্ঠানে পূজিত হয় সেঙ্গোলও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাষ্ট্রাঙ্গে প্রণাম করেন সেঙ্গলকে। এরপর তিনি সংসদ ভবনের লোকসভা কক্ষে প্রবেশ করেন। তাঁর সঙ্গে ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা ও তামিল সাধু-সন্তরা। প্রধানমন্ত্রীর হাতে ছিল রাজদণ্ড সেঙ্গোল।লোকসভায় স্পিকারের আসনের পাশে সেঙ্গোল স্থাপন করেন প্রধানমন্ত্রী। সেঙ্গোল স্থাপনের পর সমস্ত ধর্মগুরুদের কাছ থেকে আশির্বাদ নেন তিনি।নতুন সংসদ ভবন তৈরির কাজ যারা করেছেন, তাদের উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী l নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে একটি স্মারকও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। এদিন গোটা দেশ এর সাক্ষী ছিল