বর্তমানে রাজ্যে রক্তের সঙ্কট চলছে l আর রক্তের অভাবে বহু মুমুর্ষ রোগীর মৃত্যু হচ্ছে l তাই রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সকলকে রক্তদান নামক মহত কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন l আর মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে রবিবার
মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় জিবি হাসপাতালে l শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা হাসপাতালের ডাক্তার, নার্স সহ আরো অন্যান্য কর্মীরা। এই শিবিরকে কেন্দ্র করে রক্ত দাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা গিয়েছে l শিবিরে মুখ্যমন্ত্রী সকলকে রক্ত দানে এগিয়ে আসার আহ্বান জানান