রবিবার রাজ্য সফরে এলেন দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী l এদিন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আমতলী খয়েরপুর বাইপাস, আগরতলা সরকারি ডেন্টাল কলেজ এবং রাজ্যের আনন্দ নগরে টোটাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এছাড়া তিনি দুই লক্ষ 5 হাজার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এক সময়ে অপপ্রবেশ এর উদ্বোধন করেন। পাশাপাশি শিলানাস করেন ২৩২ কিলোমিটার হাইওয়ে রাস্তা এবং ৫৪২ কিলোমিটার 112 টি জেলা স্তরের হাইওয়ে। রিমোট টিপে স্বামী বিবেকানন্দ ময়দানে হাজার হাজার রাজ্যবাসীকে সাক্ষী রেখে রাজ্যে প্রায় ৪৩শ’ কোটি টাকার প্রকল্প উদ্বোধন ও শিলানাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার বিকেল চারটায় রাজ্যে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রিমোট টিপে ৪৩০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলানাস করেন তিনি। জনসভায় স্বল্প সময়ের বক্তব্য রাখেন স্বামী বিবেকানন্দ ময়দানে। ত্রিপুরাকে কিভাবে ডাবল ইঞ্জিনের সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে এই উদ্বোধনেই তার প্রমাণ বলে জানান তিনি। ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের অষ্ট লক্ষ্মীকে ডাবল ইঞ্জিনের সরকার দ্রুতগতি এবং স্বচ্ছতা রেখে রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন সারাদেশে উপজাতিদের জন্য এ সরকার কাজ করে যাচ্ছে। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যপাল সত্য দেবনারায়ণ আর্য, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন, সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ রাজ্যের মন্ত্রিসভার সকল মন্ত্রী বিধায়ক সহ বিভিন্ন আধিকারিকরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post প্রধানমন্ত্রীর সভায় জনঢল নামে রাজধানী আগরতলায়
Next post প্রধানমন্ত্রীর রাজ্য সফরের পর সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক সুদীপ
%d bloggers like this: