শনিবার থেকে রাজধানীর এন.এস.আর.সি.সি তে শুরু হল এন সি সি ক্যাম্প।১০ দিন ব্যাপী চলবে এই ক্যাম্প। আয়োজিত এই ক্যাম্পে মোট ৩৪০ জন ক্যাডেট অংশ গ্রহণ করেছে । ১০ দিন ব্যাপী আয়োজিত এই ক্যাম্পে বিভিন্ন ধরনের কর্মসূচী সংগঠিত করা হবে। এরমধ্যে ফিজিক্যাল এক্টিভিটিজ ও টিম ওয়ার্কও থাকবে বলে এন সি সি’র ক্যাম্পে উপস্থিত এক আধিকারিক জানিয়েছেন।প্রসঙ্গত, প্রতি বছরই এন.এস.আর.সি.সি’তে এন সি সি ক্যাম্প অনুষ্ঠিত হয়ে থাকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বাজার থেকে উঠে যাচ্ছে দুই হাজার টাকার নোট
Next post এ ডি নগর কোচিং সেন্টারে মহাবীর পূজার আয়োজন করা হয়।
%d bloggers like this: