দক্ষিণ জেলা সদর বিলোনিয়াতে নির্বাচন কমিশন কিরন গিত্তে সহ ডিজিপি অমিতাভ রঞ্জন ও এডিজিপি আইন শৃঙ্খলা সুভাষ রঞ্জন। সকাল ১১ টায় হেলিকপ্টারে চেপে বিলোনিয়া বিদ্যাপিঠ হেলিপ্যাড থেকে সোজা চলে আসেন বিলোনিয়া সার্কিট হাউজে । বৈঠক করলেন জেলা ও মহকুমা প্রশাসন সহ আরক্ষা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে। জানা যায়, ভোট গননার বিষয় এবং নির্বাচন উত্তর প্রশাসনিক বিষয় নিয়ে হয় এই দিনের পর্যালোচনা বৈঠক। বিলোনিয়া সার্কিট হাউজে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বৈঠকটি হয় নির্বাচন কমিশন কিরন গিত্তের পৌরহিত্বে। এছাড়া এই দিনের পর্যালোচনা বৈঠকে ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ এ, মহকুমা শাসক রতন ভৌমিক, জেলা পুলিশ সুপার কুলবন্ত সিং, মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস সহ জেলা ও মহকুমা,আরক্ষা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। ভোট গণনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই দিকে নজর রাখার নির্দেশের পাশাপাশি। জেলা জুড়ে শান্তির পরিবেশ বজায় রাখার জন্য কঠোর নজরদারি ব্যাবস্থা রাখার জন্য নির্দেশ দেন‌ নির্বাচন কমিশন কিরন গিত্তে, এই দিনের বৈঠক থেকে। বৈঠক শেষে গৌমতী জেলা উদ্দেশ্যে রওনা দেন নির্বাচন কমিশন কিরন গিত্তে সহ ডিজিপি অমিতাভ রঞ্জন ও এডিজিপি সুভাষ রঞ্জন । সেখানেও বৈঠক করবেন বলে জানা যায়। নির্বাচন কমিশনের সফরকে ঘিরে সোমবার সকালে বিলোনিয়া জুড়ে প্রশাসনের তৎপরতা ছিল তুঙ্গে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post এম.বি.বি স্টেডিয়ামে ইন্ডোর সিন্থেটিক প্যাকটিস সেড তৈরি করা হল।
Next post MZ 02 9574 নম্বরের একটি হোন্ডাই গাড়িকে অবৈধ চিড়া কাঠ সমেত আটক করে পানিসাগর ফরেস্ট দপ্তরের কর্মীরা।
%d bloggers like this: