রাজ্য সরকার সম্প্রতি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ঘোষণার পাশাপাশি বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারীদের বেতন ভাতা অনেকটা বৃদ্ধি করেছে। এর থেকে বাদ যায়নি রাজ্যের পাম্প অপারেটররাও। এক লাফে তাদের বেতন বাড়লো প্রায় দুই হাজারেরও অধিক টাকা। সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবে খুশি পাম্প অপারেটররা। তাই রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে এবার আগরতলা ধন্যবাদ সূচক মিছিল সংঘটিত করল ত্রিপুরা পাম্প অপারেটর সংঘ। শুক্রবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এই ধন্যবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের চেয়ারম্যান কমল দেব। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এদিন শ্রী দেব বলেন, পাম্প অপারেটরদের বেতন এক লাফে অনেকটা বৃদ্ধি করে অত্যন্ত উদার মানসিকতার পরিচয় দিয়েছেন রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা। তাই সরকারকে অভিনন্দন জানিয়ে এই মিছিলের আয়োজন।