রাজ্যে রক্তের সঙ্কট কিছুটা হলেও দূর করতে নয়া উদ্যোগ নিল
আই জি এম হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মরত স্টাফ ও ডাক্তার রা l রবিবার তাদের উদ্যোগে আইজিএম ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবির আয়োজন করা হয় l রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা আইজিএম হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান দিলীপ কুমার দাস সহ অন্যান্য চিকিৎসকরা l এবিষয়ে আইজিএম হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান দিলীপ কুমার দাস জানান, এটা একটা ভালো উদ্যোগ l নির্বাচনের কারনে রাজ্যে রক্তদান শিবির অনেকটা বিঘ্নিত হয়েছে l সে কারনে রাজ্যে রক্ত সঙ্কটও দেখা দিয়েছে l তাই এই সঙ্কট মেটাতেই এই উদ্যোগ বলে তিনি জানান l

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post রাজ্যে বর্তমানে রক্ত সঙ্কট চলছে
Next post আই পি এফটি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে
%d bloggers like this: