শনিবার রাজ্যের উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মার হাত ধরে রাজ্যের একমাত্র বায়ো ভিলেজ সোলার হ্যামলেটের উদ্ভোধন হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনার মন কি বাত অনুষ্ঠানে এই বায়ো ভিলেজের কথা উল্লেখ করে প্রশংসা করেছিলেন। উদয়পুর কিল্লা থেকে প্রায় ২৭ কিলোমিটার ভেতরে খারানসিং পাড়ায় রাজ্যের এই একমাত্র বায়ো ভিলেজের অবস্থান। শনিবার রাজ্যের উপ মুখ্যমন্ত্রী গোটা গ্রামটি পরিদর্শন করেন এবং একাধিক প্রকল্পের উদ্ভোধন করেন তিনি।

গ্রামীণ অর্থনীতি বাস্তুতৰ উন্নত জীবন-জীবিকা ও টেকসই উন্নয়নের জন্য জৈব সম্পদের সংরক্ষন, বর্ধিতকরণ ও নিরবিচ্ছিন্ন শক্তি ও বিদ্যুৎ একান্ত প্রয়োজন। এই উদ্দেশ্যকে সামনে রেখে ত্ৰিপৰা সরকারের বায়ােটেকনােলজি দপ্তর ও বিদ্যুৎ দপ্তরের অন্তর্গত ত্রিপুরা পুনর্নবীকরণযােগ্য শক্তি উন্নয়ন সংস্থা যৌথ ভাবে অত্যাধুনিক পরিবেশ বান্ধব জৈবপ্রযুক্তি ও সৌরশক্তি প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিল্লার খরানসিং পাড়াতে ৮০ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়ন করেছে “বায়ােভিলেজ সোলার হ্যামলেট প্রকল্প। এই প্রকল্পের আওতায় রূপায়ণ করা হয়েছে মাশরুম কাল্টিভেশন হানা, picgery. duckery. Fis/hery, goatery. poultry. দেয়া হয়েছে বায়ােটেক কিট, বায়াে-ফামিং এবং গুণগত প্রশিক্ষণ। এছাড়া ৬১টি পরিবারে Energy Saving Electrical Gadgets প্রদান করা হয়েছে৷

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো একদিনের এক রাজ্যভিত্তিক কর্মশালা
Next post ৬০ এ ৬০ আসন নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি : রাজিব
%d bloggers like this: