২১শে জুন আন্তর্জাতিক যোগা দিবস ।এবছর নবম আন্তর্জাতিক যোগা দিবস। এই উপলক্ষ্যে আগাম ঘোষণা অনুসারে রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দফতরের উদ্যোগে এদিন সকালে হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে ইন্ডোর হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগা দিবস পালন করা হয়।আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দফতরের মন্ত্রী টিঙ্কু রায় ও ভারতীয় জিমনাস্ট দীপা কর্মকার সহ আরও অনেকে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এরপর আয়োজিত যোগা কর্মসূচীতে অংশ নেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা।এদিন এই অনুষ্ঠানে জন সমাগম ছিল চোখে পড়ার মত। সমাজের সকল অংশের লোকজন অংশ নেয় এই যোগা কর্মসূচিতে।