রাতের অন্ধকারে বোমার আতঙ্কে কাঁপছে উদয়পুর শহর।তরতাজা দুটি বোমা উদ্ধার হলো উদয়পুরের বাসিন্দা দীপঙ্কর দাসের বাড়িতে,উদয়পুর পৌর পরিষদের ১৫ নং ওয়ার্ডের বাসিন্দা দীপঙ্কর দাসের বাড়ির সদস্যরা রবিবার রাত ভোরে ঘুম থেকে উঠে দেখতে পায় তাদের ঘরের দরজার সামনে দুটি বোমা পড়ে রয়েছে । এই ঘটনা দেখে দীপঙ্কর দাসের মা চিৎকার চেঁচামেচি শুরু করলে এলাকাবাসীরা ছুটে আসে । পরবর্তী সময় রাধা কিশোরপুর থানায় খবর দেওয়া হয় । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে , দুটি বোমা উদ্ধার করে রাধা কিশোরপুর থানায় নিয়ে আসে। রাতের অন্ধকারে কে বা কারা দুটি বোমা নিক্ষেপ করে তা জানা যায়নি তবে বোমাগুলির বিস্ফোরণ ঘটেনি দীপঙ্কর দাসের বাড়িতে। কিন্তু একের পর এক বোমা নিক্ষেপের ঘটনায় রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে । কেন দীপঙ্করের বাড়িতে বোমা নিক্ষেপ করা হলো তা বলতে পারছে না দীপঙ্করের মা । সমস্ত ঘটনার অভিযোগ জানানো হয়েছে পুলিশের কাছে। বোমা নিক্ষেপের ঘটনায় রীতিমতো ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে।