ঋষ্যমুখ ব্লকের বাজার সংলগ্ন, সৎসঙ্গ আশ্রমের পেছনে, আরডি দপ্তরের থেকে ৪২০ মিটার দৈর্ঘ্য রাস্তা ৬৬ লক্ষ টাকা ব্যায়ে নির্মাণ করা হয়। এই রাস্তা নির্মাণের কাজের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারের উপর, অভিযোগের আঙুল তুললো এলাকাবাসী। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে ক্ষোভ উগড়ে দিয়ে এলাকাবাসীরা জানান, অতিসত্বর এই রাস্তাটি পুনর্নির্মাণ করে, চলাচলের যোগ্য করে তোলা হোক এলাকা বাসীদের স্বার্থে। তাদের অভিযোগ, রাস্তা নির্মাণের ক্ষেত্রে কথা আর কাজের মধ্যে, অনেক গড়মিল রয়েছে। সাইড ওয়াল ও গার্ড ওয়াল না দিয়েই, রাস্তা নির্মাণ করে ফেলেছে ইঞ্জিনিয়ার সুব্রত গন চৌধুরী। এমনই অভিযোগ তুলছে এলাকাবাসীরা। রাস্তা নির্মাণের ক্ষেত্রে, নেট ফিনিশিং দেওয়ার কথা থাকলেও নেট ফিনিশিং দেওয়া হয় নি বলে অভিযোগ। টুকরো ইট, সিমেন্ট , বালি দিয়ে ঢালাইয়ে রাস্তা নির্মাণ হলেও, ছয় মাস অতিক্রান্ত না হতেই রাস্তার মধ্যে ফাটল ধরেছে। এলাকাবাসীর ধারণা, কাজ এত নিম্নমানের হয়েছে যে, খোচা খোচা ইট রাস্তার মধ্যে মাথা তুলে আছে । পাশাপাশি সাইড ওয়াল না থাকায় রাস্তা নিচের, মাটি সরে গিয়ে যে কোন মুহূর্তে, ভেঙ্গে যাওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না তারা। পাশাপাশি আরো অভিযোগ, রাস্তার বিষয়ে কথা বলতে গেলে, ওই ইঞ্জিনিয়ার নাকি এলাকাবাসীর সাথে দুর্ব্যবহার করেন । এই বিষয়ে আর ডি দপ্তরের আধিকারিক ও ঋষ্যমুখ ব্লক বিডিও কে জানানোর পরেও, কাজের কাজ কিছুই হয়নি। ঋষ্যমুখে, এই রাস্তার কাজের ধরন দেখলেই বুঝা যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার যে স্বপ্ন দেখছেন, তা প্রশাসনিক আমলা ও ঠিকাদারদের যোগ সাজে, কতটুকু বাস্তবায়িত হচ্ছে। এখন দেখার বিষয়, এলাকাবাসীদের চাহিদা মতো, গুনগত মান বজায় রেখে, রাস্তাটি আদৌ পুনর্নির্মাণ হয় কিনা ?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post রাস্তার পাশে এক নবজাতক শিশু উদ্ধার
Next post পরিবারের সবাই মাতাবাড়িতে,ঘরে তরুণী বধূর বীভৎস মৃত্যু
%d bloggers like this: