মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ ধর্মনগর রেল গেইট এলাকা থেকে ৩০ কেজি শুকনো গাঁজা সমেত তিন পাচারকারীকে আটক করে ধর্মনগর থানার পুলিশ।ধৃতরা যথাক্রমে মোস্তফা আহমেদ,শিপন দে ও হেফজুল শেখ। উভয়ের বাড়ি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায়।তাদেরকেও বুধবার ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে ধর্মনগর থানার পুলিশ।পুলিশ আরো জানিয়েছে, ধৃতদের পিট ব্যাগ থেকে ছোট বড় মোট ১৬ প্যাকেট গাঁজা উদ্ধার হয়েছে।। উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল আনুমানিক তিন লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরো জানিয়েছে বর্তমানে মামলা তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।ধৃত তিন পাচারকারী আগরতলা থেকে রেল যোগে ধর্মনগর রেলস্টেশন এসেছিল। সেখান থেকে বাসে করে বহিঃ রাজ্যে পারি দেবার কথা ছিল। তাদের পিট ব্যাগ মজুদ ছিল এই গাঁজা গুলি।