বড় সর সাফল্যের মুখ দেখল ছৈলেংটা থানা।গতকাল রাতে TR01BW0562 নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ২১০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় ছৈলেংটা থানার পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায় TR01BW0562 নম্বরের একটি গাড়ি আমবাসা ট্রাফিক নাকা পয়েন্ট চেকিং সময় পালিয়ে আসে এস কে পাড়া হয়ে উত্তর গয়নামা দিকে। আমবাসা ধলাই ডিসট্রিক ট্রাফিক ইন্টারসেক্টর এবং ছৈলেংটা থানা তারসাথে সিআরপিএফ D140 সেনাদের যৌথ উদ্যোগে TR01BW0562 নম্বরের গাড়িতে থাকা রাহুল তাতী নামে যুবকবে আটক করে গাড়ি থেকে ২০ প্যাকেট সর্বমোট ২১০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। তার বাজার মুল্য আনুমানিক কয়েক লাখখানিক টাকা বলে অনুমান।