ব্যবসার নামে ৩৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে রাজধানীর ধলেশ্বরের প্রণবেশ দেবনাথ ওরফে পিকু নামে এক ব্যবসায়ী।দিল্লির বাসিন্দা তথা রাবার ব্যবসায়ী সঞ্জয় শর্মা যিনি প্রতীক ইন্টারন্যাশনালের কর্ণধার তিনি এই অভিযোগ করেছেন এবং এ ব্যাপারে রাজধানীর পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তার অভিযোগ মেসার্স গণেশ এন্টারপ্রাইজ সংস্থাটির পরিচালনা করে থাকেন প্রণবেশ দেবনাথ ওরফে পিকু। গত ২০ জুলাই ২০২৩ তারিখে রাবার সিট কেনার জন্য তিনি গণেশ এন্টারপ্রাইজকে ৩৪ লক্ষ ৫৩ হাজার টাকা আরটিজিএসের মাধ্যমে পাঠান। কথা ছিল প্রনবেশ দেবনাথ ওরফে পিকু তাকে রবার শিট পাঠাবে কিন্তু প্রনবেশ দেবনাথ রাবার সিট সংগ্রহ সরবরাহ করতে অস্বীকার করে এবং এই বিপুল পরিমাণ টাকা ফেরত দিতেও অস্বীকার করে।যার কারনে তিনি শেষ পর্যন্ত রাজধানীর পূর্ব থানার দ্বারস্থ হন। জানা গেছে পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়ার পর আপাতত রাজ্যের বাইরে পালিয়ে গেছে প্রণবেশ দেবনাথ। এও জানা গেছে একই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও বেশ কিছু প্রতারণার মামলা নথিভুক্ত হয়েছে রাজধানীর বিভিন্ন থানায়।