মানবিক রাজ্যের মুখ্যমন্ত্রী। আবারো একবার এই মানবিকতার পরিচয় দিলেন তিনি। বুধবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা গোর্খাবস্তিস্থিত হাউজিং বোর্ড এলাকায় শহীদ তপন ভৌমিকের বাড়িতে যান l সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী শহী দের পরিবারের হাতে আর্থিক সাহায্য হিসেবে দুই লক্ষ টাকার চেক তুলে দেন l মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য ও দলের নেতৃত্ব ডাঃ দিলীপ দাস সহ অন্যান্যরা l এদিন শহীদের পরিবারের একজনকে চাকরি দেওয়ারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী l এবিষয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, সবাই জানে তপন ভৌমিককে কারা মেরেছে।তারা কমিউনিস্ট পার্টির লোক। এদের কাউকে ছাড়া হবে না বলে তিনি জানান।প্রসঙ্গত, গত দুসরা মার্চ রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।এদিন রাতে কিছু সংখ্যক দুষ্কৃতিদের বেপরোয়া মারধরে গুরুতর আহত হন গোর্খাবস্তিস্থিত হাউজিং বোর্ড এলাকার বাসিন্দা তপন ভৌমিক ।পরবর্তী সময়ে তাঁর মৃত্যু হয়। বিজেপি দলের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন তপন ভৌমিক।