বিধায়কের নামে অপপ্রচারের বিরুদ্ধে বিজেপির উদ্দ্যোগে শান্তির বাজারে এক ধিক্কারমিছিল ও সাংবাদিক সন্মেলনের আয়োজনকরাহয়।

রাজ্যে বিজেপি ও আই পি এফ টির জোটসরকার গঠনের পরথেকে সবদিকে চলছে উন্নয়নের কাজ। এরইমধ্যে শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে বিধায়ক প্রমোদ রিয়াং বিভিন্ন কাজকরেছেন। বিগত বামআমলে শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের কোনোপ্রকার উন্নয়ন হয়নিবললেইচলে। বর্তমানসময়ে বিধায়ক প্রমোদ রিয়াং শান্তির বাজার বিধানসভাকেন্দ্রে যেসকল উন্নয়নমূলক কাজকরছে তাদেখে বিধায়ককে কালিমালিপ্তকরতে বিরোধীরা চক্রান্ত চালিয়েযাচ্ছে বলে অভিযোগ। এরইমধ্যে সোমবার শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের গারুকলোনীতে সি পি আই এম এর আয়োজিত অনুষ্ঠানে বিরোধীদলনেতা জীতেন্দ্র চৌঁধুরী জানান প্রমোদ রিয়াং কোনোপ্রকার উন্নয়ন করেননি। বিধায়ক নিজে বাড়ী তৈরি করছে তানিয়ে কটাক্ষকরেন। অপরদিকে সি পি আই এম নিজেদের লোকজনদের দেখিয়ে যোগদানের নামে সকলকে বিভ্রান্তকরছেন। কোনো বিজেপি কর্মী সি পি আই এম এ যোগদানকরেননি বলে জানান বিজেপি মন্ডল সভাপতি। লোকজনদের বিভ্রান্তকরতে সি পি আই এম এর প্রয়াস। জীতেন্দ্র চৌধুরীর এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তীব্রধিক্কার জানিয়ে মঙ্গলবার শান্তির বাজারে বিজেপি কর্মীসমর্থকদেরনিয়ে এক বিক্ষোভ মিছিল সংগঠীতকরাহয়। মিছিল শেষে দলের উদ্দ্যোগে এক সাংবাদিক সন্মেলনের আয়োজনকরাহয়। সাংবাদিক সন্মেলের মাধ্যমে বিধায়কের বিভিন্ন সম্পতি এবং উন্নয়নমূলক কাজের বিবরন তুলেধরলেন মন্ডল সভাপতি দেবাশিষ ভৌমিক। বিজেপির উদ্দ্যোগে আয়োজিত আজকের এই সাংবাদিক সন্মেলনে উপস্থিতছিলেন মন্ডল সভাপতি দেবাশিষ ভৌমিক, বিজেপির দক্ষিনজেলার কৃষান মোর্চার সভাপতি সত্যব্রত সাহা, নিতিশ দেবনাথ, মম্ভু মগ সহ অন্যান্যরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post এসেম্বলি অফ জার্নালিস্টস্-র আলোচনা ও মতবিনিময় সভা! অনুষ্ঠানের আয়োজন নিয়ে খুশি সংবাদিক মহল
Next post আবারো এক নাবালিকার বিয়ে আটকালো চাইল্ড প্রোটেকশন ইউনিট
%d bloggers like this: