২০২৪ লোকসভা নির্বাচন আর মাত্র কিছুদিন বাকি। এরই মাঝে লোকসভা নির্বাচন কে পাখির চোখ করে বিধায়ক তথা রাজ্য সরকারের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার হাত ধরে বিরোধী শিবিরে ভাঙ্গন অব্যাহত রয়েছে ২৯কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে। ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আঠারোমুড়া এডিসি ভিলেজের ৪৩মাইল এলাকায় আসন্ন লোকসভা নির্বাচন কে কেন্দ্র করে শাসক দল ভারতীয় জনতা পার্টি এক যোগদান সভার আয়োজন করে। এই যোগদান সভায় ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আঠারোমুড়া এডিসি ভিলেজের ৪৩মাইল এলাকার ৪৩পরিবারের মোট ১০২জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। তাদের কে দলীয় পতাকা হাতে দিয়ে দলে স্বাগত জানান ২৯কৃষ্ণপূর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব্বরমা। এই যোগদান সভায় মন্ত্রী বিকাশ দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন ২৯কৃষ্ণপুর বিজেপি মন্ডল সভাপতি তপন নমঃ দাস সহ দলের অন্যান্য নিষ্ঠাবান কার্যকরতারা। এই যোগদান সভা সম্পর্কে বলতে গিয়ে সংবাদ মাধ্যমের সন্মুখীন হয়ে বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেব্বরমা জানান যে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে ত্রিপুরা সহ সারা ভারতের জন্য কাজ করছেন সেদিকে নজর রেখেই মানুষ বিরোধী শিবিরে ভাঙ্গন ধরিয়ে শাসক দল বিজেপি তে যোগদান করছে।এবং তিনি আশা প্রকাশ করেন যে,পরবর্তীতে আরো ভোটার বিজেপি তে যোগদান করবে এবং আগামী ২৪ লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের যে ২টি সিট রয়েছে ওই ২টি সিট থেকে মানুষ মোদী জি কে দু দুটি পদ্মফুল উপহার দেবেন এবং নরেন্দ্র মোদী জি পুনরায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন। এই সভায় যোগদানকারী সকলের মধ্যেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post হেপাটাইটিস দিবস পালনের উদ্যোগ গ্রহণ করে ‘বিশ্ব হেপাটাইটিস অ্যালায়েন্স’।
Next post জনসাধারণ কে স্বনির্ভর করে গড়ে তুলার লক্ষ্যে টিআরপিসি দপ্তর এবং উপজাতি কল্যাণ দপ্তর।
%d bloggers like this: