ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় নির্মিত হয় সুন্দর পরিকাঠামো যুক্ত ‘অন্থিম ঠিকানা’ নামক একটি শ্মশানঘাটের। ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম হাওয়াইবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায় সুন্দর পরিকাঠামো যুক্ত এই নবনির্মিত শ্মশানঘাটের শুভ উদ্বোধন হয় ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের হাত ধরে সোমবার। পশ্চিম হাওয়াইবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায় নবনির্মিত এই শশ্মানঘাট’টির নাম ‘অন্থিম ঠিকানা’।
এদিন এই শ্মশানঘাটের শুভ উদ্বোধন পর্বে উপস্থিত থেকে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন,,,, দীর্ঘদিন ধরে এলাকার লোকজনের দাবি থাকা সত্ত্বেও বিগত বামফ্রন্ট সরকার শ্মশানঘাট’টির নির্মানে কোনো গুরুত্ব আরোপ করেনি। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এলাকার মানুষজনদের দীর্ঘদিনের এই দাবি’কে প্রাধান্য দিয়ে প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয়ে এই শ্মশানঘাট’টি নির্মাণ করা হয়েছে।
তৎসঙ্গে, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় সুন্দর পরিকাঠামো যুক্ত এই নবনির্মিত শ্মশানঘাট’টি পেয়ে অত্যন্ত খুশি গোটা এলাকার লোকজন।