৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষ্যে ও ক্যান্সার রোগ বিষয়ে সচেতনতার লক্ষ্যে সি বি সি সি , মধুরুপা মেমোরিয়াল ক্যান্সার ওয়েল ফেয়ার সোসাইটি ও রেডক্রস সোসাইটি সহ বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগে এক সচেতনতা মূলক র্যা লির আয়োজন করা হয়। এদিন সকালে রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবনের সামনে থেকে র্যা লিটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আয়োজিত র্যা লিতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, সি বি সি সি সহ নানা সংস্থার উদ্যোক্তারা সহ আরও অনেকে। র্য্যা লিতে এক সাক্ষাৎকারে মেয়র জানান, রাজ্য, দেশ ও গোটা বিশ্বে মহিলাদের সমানাধিকার দেওয়ার জন্য লড়াই চলছে। এক্ষেত্রে অনেকাংশে সাফল্যও এসেছে। পাশাপাশি মারণ রোগ ক্যান্সার সম্পর্কে জন সাধারণকে সচেতন করতে স্বাস্হ্য দফতর প্রতিনিয়ত প্রচেষ্টা জারি রেখেছে। একমাত্র সচেতনতার মাধ্যমেই ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব বলে মেয়র জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিজেপি আইপিএফটি জোটের দ্বিতীয়বার সরকার গঠন হওয়ার পর একত্রিশ রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী প্রনজিৎ সিংহ রায় মন্ত্রিপদে পুনরায় স্থান পাওয়ার পর আজ নিজ কেন্দ্রে এলেন ।
Next post উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে পণ্য আনলোডিং।
%d bloggers like this: