সম্প্রতি করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু মিছিলের মধ্যেই ওড়িশায় ফের ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এবার দুর্ঘটনায় প্রাণ গেল চার জন শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। জানা গিয়েছে, বুধবার মালবাহী গাড়ির নিচে চাপা পড়েই মৃত্যু হয়েছে চারজনের। অন্যদিকে, অসমের বোকো এলাকায় উল্টে গেছে একটি মালবাহী ট্রেন। তাতে ছিটকে পড়ে ২০টি বগি। গত শুক্রবার আগেই করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৮৮ জনের। সেই দুঃস্বপ্নের স্মৃতি মনে রেখেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা। এহেন সময়ে ফের বিপর্যয়। ওড়িশার জাজপুর রোড স্টেশনের কাছেই মৃত্যু হয়েছে ৪জন শ্রমিকের।