জলবায়ুর পরিবর্তন বদলে ফেলেছে পরিবেশের ভারসাম্য। আর তার ফলে মুহুর্মুহু বিপদের সম্মুখীন হচ্ছে গোটা বিশ্ববাসী। এবার নজিরবিহীনভাবে একই সময়ে শক্তিশালী চারটি আলাদা সামুদ্রিক ঘূর্ণিঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরে ঘনীভূত হতে চলেছে। দুর্যোগের ইতিহাসে এমন ঘটনা কার্যত বিরল।

আর ওই চার ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নিয়েই শঙ্কিত হয়ে পড়েছেন আবহাওয়াবিদরা। নতুন করে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সব কিছু হারানোর আশঙ্কায় দিন গুনতে শুরু করেছেন ফিলিপাইনের বাসিন্দারা।

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) উত্তর-পূর্ব ফিলিপাইনে আছড়ে পড়েছিল টাইফুন ইনশিং। ফিলিপাইনের ওপর দিয়ে দক্ষিণ চিন সাগরে ঢুকে যাওয়ার পর ইনশিং পশ্চিম দিকে চিনের হাইনান প্রদেশের দিকে চলে যায়। এর পরে ভিয়েতনামে ঢুকে পড়ে। টাইফুন ইনশিংয়ের বাতাসের গতিবেগ আতলান্তিকের ক্যাটাগরি ৪ হারিকেনের সমান ছিল। প্রাণহানি না ঘটলেও প্রবল বৃষ্টিপাতের কারণে একাধিক এলাকায় ভূমিধসের মতো ঘটনা ঘটেছে।

ওই ধাক্কা সামলে ওঠার আগেই দুঃসংবাদ শুনিয়েছে জাপানের আবহাওয়া অফিস। যৌথ টাইফুন সতর্কতা কেন্দ্রের উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, একই সঙ্গে চারটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরের বিশাল এলাকাজুড়ে বিস্তৃত। ভিয়েতনাম থেকে গুয়াম পর্যন্ত ছড়িয়ে রয়েছে মেঘ। ১৯৫১ সালে ঝড় সংক্রান্ত রেকর্ড নথিবদ্ধ হওয়ার পর গত ৭৪ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো নভেম্বর মাসে চারটি ভিন্ন ভিন্ন নামযুক্ত ঝড় একই সঙ্গে শক্তিশালী হচ্ছে। প্রশান্ত মহাসাগরের উষ্ণতা বেড়ে যাওয়ার কারণেই এমন দুর্যোগ নেমে আসছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post রাস্তায় গাড়ি নামাতে গেলে মানতে হবে এই নিয়ম, পরিবেশ রক্ষার্থে বড়সড় সিদ্ধান্ত এই রাজ্যের প্রশাসনের
Next post ধুঁকছে প্রায় সব সংস্থার স্টক, টানা পাঁচ সেশনে কেন পড়ল শেয়ার বাজার?
%d bloggers like this: