সাত সকালে আবারো বড়সড় দুর্ঘটনা ঘটল। এবার ঘটনা সিপাহীজলা নৌকাঘাট সংলগ্ন সড়কে । বুধবার সকালে সিপাহীজলা নৌকাঘাট সংলগ্ন সড়কে যাত্রীবাহী বাস ও মারুতির মধ্যে মুখোমুখি সংঘর্ষে সাত জন আহত হয়।এদিন একটি মারুতি সুইফট গাড়ি আগরতলা থেকে উদয়পুর যাচ্ছিল। অপরদিক থেকে একটি বাস শান্তিরবাজার থেকে আগরতলা আসছিল। তখন নৌকাঘাট সংলগ্ন সড়কে আসতেই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় সিদাম দাস, মিহির ভৌমিক, ঝর্ণা দেবনাথ, বেলা দাস,নন্দন রায়, রাজীব দত্ত ও রূপক চন্দ্র রায় গুরুতর ভাবে আহত হয়।খবর পেয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়।কিন্তু তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চারজনকে হাঁপানিয়া মেডিকেল কলেজে এবং অপর তিনজনকে আগরতলা জিবি হাসপাতালের রেফার করে দেন।বর্তমানে আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে