কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন বছরে দারুণ সুখবর! ডিসেম্বর মাসেই ৭% মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ানোর ঘোষণা করেছে কেন্দ্র। এর ফলে কর্মচারীরা বছরের শেষে অতিরিক্ত আয় পাবেন, যা তাঁদের জন্য একটি বড় আর্থিক উপহার।সপ্তম পে কমিশনের আওতায় বেতনভুক্ত কর্মীদের জন্য ৩% ডিএ বৃদ্ধির ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছিল, তবে এবার তা আরও ৪% বাড়িয়ে মোট ৭% করা হয়েছে।ফলে, এই কর্মচারীদের বেতন আরও সুরক্ষিত হবে।এছাড়াও, পঞ্চম ও ষষ্ঠ পে কমিশনের অধীনে কর্মচারীদের জন্যও সুখবর এসেছে। পঞ্চম পে কমিশনের আওতায় কর্মীদের মহার্ঘ ভাতা ১২% বাড়িয়ে ৪৫৫% হয়েছে, এবং ষষ্ঠ পে কমিশনের আওতায় কর্মীদের ডিএ ৭% বাড়িয়ে ২৪৬% হয়েছে।যদিও রাজ্য সরকারি কর্মচারীরা এখনও ডিএ বৃদ্ধি নিয়ে অপেক্ষায় আছেন, তবে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে অনুসরণ করে কিছু রাজ্য সরকারও ডিএ বাড়ানোর ঘোষণা করেছে। সাধারণত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বছরে দু’বার ডিএ বৃদ্ধি করা হয়, এবং সূত্রের খবর, আগামী বছরের জানুয়ারি মাসে ফের ডিএ বাড়ানোর সম্ভাবনা রয়েছে।