২০২৩’র ত্রিপুরা বিধানসভা নির্বচন হাড্ডাহাড্ডি লড়াই হবে তা আর বলার অপেক্ষা রাখে না। ২৩’এ ত্রিপুরার মসনদ দখলের লড়াইয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল মড়িয়া হয়ে পড়েছে। ২০১৮ সালে বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতা এসেছিল BJP-IPFT জোট সরকার। সাড়ে চার বছরের এই শাসন কালে রাজ্য রাজনীতিতে একাধিক নাটকীয় মোড় দেখা গিয়েছে। হয়েছে চার কেন্দ্রে উপ-নির্বাচনও। হেভিওয়েট ৬-আগরতলা কেন্দ্রটি ধরে রাখতে পারেনি শাসক বি জে পি। এই কেন্দ্রে জয় ছিনিয়ে আনে শাসক বি জে পি’র প্রাক্তন সদস্য তথা কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। এর পর থেকেই শুরু হয়ে যায় জল্পনা। শাসক বি জে পি ফলাফলের দিনই ঘোষণা করে দিয়েছিল ২০২৩’র বিধানসভা নির্বাচনা এই ৬ আগরতলা কেন্দ্রটিও তাদের হাতে আসবে। এবার একধাপ এগিয়ে সরাসরি সুদীপ রায় বর্মন কে সরাসরি চ্যালঞ্জ ছুড়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন- কংগ্রেস আগামীদিনে এই ৬ আগরতলা কেন্দ্র টি ধরে রাখতে পারে কিনা তা দেখার বিষয়। বি জে পি জানে কিভাবে জয় ছিনিয়ে আনতে হয়। এর পরেই রাজ্য রাজনীতিতে পুনরায় সুদীপ-বিপ্লব মুখোমুখি লড়াই শুরু বলে মনে করছে রাজনৈতিক মহল।