সোমবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রেক্ষাগৃহে আর্ট সোসাইটির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব ও আর্ট সোসাইটির সভাপতি কৃষ্ণকান্ত দেবনাথ সহ অন্যান্যরা।অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সমাবর্তন অনুষ্ঠান করার উদ্দেশ্য হল রাজ্য ব্যাপী যারা আর্ট বা শিল্প কলার উপর নির্ভর করে নিজেদের জ্ঞান বাড়ানোর জন্য কাজ করছেন মূলত তাদের উৎসাহিত করা।তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের পড়াশুনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম থাকা জরুরী । তাহলে বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জনের ক্ষেত্রে সুবিধা হয় তাদের।