আজ থেকে প্রায় সাত বছর আগে তথা ২০১৭ সালের আগে ত্রিপুরা রাজ্যে জওহর নবোদয় বিদ্যালয় ছিল মাত্র তিনটি l সারা রাজ্যের গ্রামে বসবাসকারী প্রতিভাবান ছাত্র-ছাত্রীরা প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে জওহর নবোদয় বিদ্যালয় পড়াশোনা করার সুযোগ পেত ।সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের অর্থানুকূলে । শিক্ষাকে ছাত্র-ছাত্রীদের আরো কাছাকাছি আরো হাতের নাগালে করে দেওয়ার জন্য ২০১৭ সালে সিপাহীজলা জেলায় নবোদয় বিদ্যালয়ের পথ চলা শুরু হয়। ২০১৭ সালে সিপাহীজলা জেলার গাবদিতে আসাম রাইফেলস এর একটি পরিত্যক্ত ক্যাম্পে এই বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। ধীরে ধীরে সিপাহীজলা জেলার নবোদয় বিদ্যালয়ের নিজস্ব ঠিকানা টাকারজলা তে মোট 43 কোটি টাকা ব্যয়ে সুদৃশ্য বিদ্যালয় এবং হোস্টেল গড়ে তোলা হয়। কেন্দ্রীয় সরকারের টাকায় পাকা বাড়িটি তৈরি হলেও এই বিদ্যালয়ের জমি দান করেছিলেন টাকারজলা এলাকার মোট 13 জন লোক। রাজ্য সরকার সেই সময় তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল তাদেরকে ক্ষতিপূরণ দেবেl কিন্তু এই 13 জন লোক আজ পর্যন্ত তাদের ক্ষতিপূরণ পাননি। সেই জন্য তারা বার বার রাজ্য সরকারের কাছে গেছে, কিন্তু আজ পর্যন্ত তারা তাদের ক্ষতিপূরণ না পেয়ে তারা বিদ্যালয়ে মূল ফটক বন্ধ করে দেয় l ক্ষতিপূরণ না পেলে বিদ্যালয় চালু করতে দেবে না বলে হুঁশিয়ারি দিতে থাকে। এই সমস্যা নিরসনের জন্য সোমবার নবোদয় বিদ্যালয়ের টাকারজলা পাকা বাড়িতে রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার উপস্থিতিতে এক সভার আয়োজন করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক জম্পুইজলা মহাকুমা ম্যাজিস্ট্রেট এবং জওহর নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপাল এবং বিদ্যালয়ের জমিদাতা পরিবারের লোকজন সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর অভিভাবক অভিভাবিকা রা l সভায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান , অতিসত্বর জমিদাতা পরিবারদের হাতে তাদের ক্ষতিপূরণ রাজ্য সরকারের তরফে তুলে দেওয়া হবে এবং অতিসত্বর জওহর নবোদয় এর সর্ব সুবিধা যুক্ত পাকা বাড়িটি উদ্বোধন করে জওহর নবোদের ছাত্র-ছাত্রীদেরকে এই বিদ্যালয়ে পড়ার সুযোগ করে দেবেন। মন্ত্রীর এই আশ্বাস পেয়ে জমিদাতা 13 পরিবারের লোকজন সহ অভিভাবক মহল স্বভাবতই খুশি l

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত
Next post অফিসারদের সামনে নেতাদের মুখোশ খুলে দেয় আম জনতা !
%d bloggers like this: