বিশ্রামগঞ্জ থানাধীন পূর্ব কড়ুইমুড়া এলাকায় জনজাতি স্বামী হারা অসহায় মহিলা কুমারী দেববর্মার বাড়িতে চোরের দল হানা দিয়ে ঘরে প্রবেশ করে শাপল দিয়ে টাং ভেঙ্গে ২ লক্ষ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।তখন কুমারী দেববর্মা পরিবারের লোক কেউ করেছিলেন না বৃহস্পতিবার সকালে কুমারী দেববর্মা ঘরে প্রবেশ করে দেখতে পায় ওনার ঘরে চুরির ঘটনা।খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তদন্ত শুরু করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমারী দেববর্মার ২ লক্ষ ১০ হাজার টাকার চুরির ঘটনায় একেবারে কান্নায় ভেঙে পড়েন।বাড়িতে নতুন ঘর তোলতে এই টাকাটি অনেক কষ্ট করে জমিয়েছিলেন। চোরের দল হানা দিয়ে সমস্ত টাকা চুরি করে নিয়ে যায়। স্বামী যুগল দেববর্মা মৃত্যুর পর অনেক কষ্ট করে সংসার প্রতিপালন করছিলেন কুমারী দেববর্মা। এখন দেখার বিষয় এই চুরির ঘটনায় জড়িত অভিযুক্তদের পুলিশ আটক করতে পারে কিনা।তবে স্থানীয়দের অভিমত এই সমস্ত চুরির ঘটনার সাথে বর্তমানে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে থাকা এলাকার নেশাগ্রস্ত যুবকরা জড়িত রয়েছে। বাড়ির পাশে গভীর রাবার জঙ্গল থেকে শাপলটি উদ্ধার করেন কুমারী দেববর্মা