আগরতলা পুর নিগমের ১৯ নং ওয়ার্ডের অধীন নাইন বুলেট ক্লাবের উদ্যোগ শনিবার সকালে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর ভাস্বতী দেববর্মা সহ অন্যান্যরা। শিবিরে রোগীদের চিকিৎসা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।প্রতি মাসে চার বার এই ওয়ার্ডের বিভিন্ন ক্লাবে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়ে থাকে।এদিন শিবিরে উপস্থিত এলাকার কর্পোরেটর জানান, এই ওয়ার্ড এলাকায় মোট সাতটি ক্লাব রয়েছে। এই ক্লাব গুলিতেই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত করা হয়। তবে এখন আবহাওয়া পরিবর্তনের কারনে রোগ শোক বেশি দেখা দেওয়ায় মাসে চার বারের জায়গায় ছয়বার স্বাস্হ্য শিবির করা হচ্ছে বলে কর্পোরেটর ভাস্বতী দেববর্মা জানান।