হিংসার বিষে মরল মাছ। শাসক দলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের পুকুরে বিষ দিল দুষ্কৃতিকারীরা। ঘটনা বিশালগড় থানাধীন নোয়াপাড়া এলাকায়। জানা গেছে সোমবার সকালে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড নোয়াপাড়া এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য জাহাঙ্গীর আলম দেখতে পায় তার পুকুরে বিষ ঢেলে দেওয়া হয়েছে এই জন্য পুকুরের সব মাছ মরে জলে ভেসে উঠছে। পরে খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ ঘটনস্থলে গিয়ে একটি মামলা নথিভুক্ত করেছে। জাহাঙ্গীর আলম পেশায় কৃষক। গত ১৬ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন রাতেও জাহাঙ্গীর আলমের বাড়ির একটি খড়ের গাদায় আগুন লাগিয়ে ছিল দুষ্কৃতিকারীরা। তিনি এখন শাসক দলের হয়ে কাজ করেন না। হয়তো এই জন্যই তার উপর বার বার আঘাত আনার চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে। পর পর দুটি ঘটনায় ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত চাষী জাহাঙ্গীর আলম। প্রশাসনিক সহায়তার জন্য আবেদন জানিয়েছেন তিনি।