দেশের বুকে বিভিন্ন রাজ্যে নির্বাচন হোক কিংবা উপনির্বাচন, বিজেপির (BJP) জয়রথ যে অব্যাহত রয়েছে, তা বলাবাহুল্য। লোকসভা নির্বাচন আসন্ন আর তার আগে এ সকল জয় বিজেপির মনোবল আরো বৃদ্ধি করে চলেছে বলেই মত বিশেষজ্ঞদের। সেই জয়ের ধারা অব্যাহত রেখে অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) পঞ্চায়েত উপনির্বাচনে বিপুল মাত্রায় জয় লাভ করল বিজেপি আর এই জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra modi) উত্‍সর্গ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু (Pema Khandu)।

গতকাল অরুণাচল প্রদেশে পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের আগে থেকেই বিজেপির জয়লাভ একপ্রকার নিশ্চিত হতে থাকে আর সেই জল্পনার অবসান ঘটিয়ে ১৩০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০৮ টি দখল করলো ভারতীয় জনতা পার্টি। অপরদিকে, বিরোধী দল কংগ্রেসের ঝুলিতে মাত্র ৫ টি গ্রাম পঞ্চায়েত। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, অরুণাচল প্রদেশে ১৩০ টি আসনের মধ্যে ১০৮ টি-তে জয়লাভ করেছে বিজেপি। পাঁচটি করে আসন পেয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এবং কংগ্রেস। অপরদিকে জনতা দল জয়লাভ করেছে তিনটি গ্রাম পঞ্চায়েতে এবং নির্দল পেয়েছে ১১ টি আসন।

স্বাভাবিকভাবেই, এই জয়ে খুশি বিজেপির নেতা-কর্মী থেকে শুরু করে সদস্যরা। এদিন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু টুইট করে লেখেন, “অরুণাচল প্রদেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর বিশ্বাস রেখেছেন। সেই কারণে গ্রাম পঞ্চায়েতের ভোটে ১৩০ টি আসনের মধ্যে আমরা ১০৮ টিতে জয়লাভ করতে পেরেছি।”

গত মাসে অরুণাচল প্রদেশে ১৩০ টি গ্রাম পঞ্চায়েত আসনে উপনির্বাচনের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এর মধ্যে বেশ কয়েকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে বিজেপি। বাকিগুলিতেও তাদের জয়লাভ এক প্রকার নিশ্চিত হয়ে যায়। এর পরেই গতকাল এ সকল আসনে ফল প্রকাশ হয়, যার পরেই ফেটে পড়ে বিজেপির জয়োচ্ছ্বাস।

উল্লেখ্য, অরুণাচল প্রদেশে ৮২৪২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপির দখলে গেছে ৬৩৭৮ টি আসন। অপরদিকে, কংগ্রেস, এনপিপি এবং জনতা দলের দিকে গিয়েছে যথাক্রমে ৩৭৮, ২৪৩ এবং ১৫৯ আসন। অপরদিকে, ২৪২ টি জেলা পরিষদ আসনের মধ্যে বিজেপি জয়লাভ করেছে ১৮৮ টিতে। সেখানে তাদের প্রতিপক্ষ জনতা দল এবং কংগ্রেসের ঝুলিতে গিয়েছে মাত্র ১০ এবং ৯ টি আসন। ফলে সব মিলিয়ে অরুণাচল প্রদেশে মানুষের ভরসা যে বিজেপির দিকেই রয়েছে, গতকালের ফল প্রকাশের পর সেই দিকটিই উঠে এসেছে বলে মত বিশেষজ্ঞদের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাত্‍ করলেন এনডিএ-র উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখড়
Next post ৮ নং টাউন বোর্দোয়ালী কেন্দ্রে কার্যকরিনী বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার
%d bloggers like this: