অতি সম্প্রতি রাজধানীর জিবি হাসপাতালে এই প্রথমবারের মত ১৪ দিনের একটি শিশুকে PDA Staining অপারেশন করা হয়। প্রায় আড়াই ঘন্টা সময় ব্যয় করে এই সফল অপারেশন করা হয় l বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন জিবি হাসপাতালের মেডিকেল সুপার সঞ্জীব দেববর্মা।এছাড়া সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এই বিভাগের অপারেশন প্রধান অরিন্দম সুন্দর ত্রিবেদী সহ অন্যান্যরা।