আগাম ঘোষণা অনুযায়ী গত মঙ্গলবার থেকে দেশজুড়ে বিভিন্ন ব্যাংকে ২,০০০ টাকার নোট বদল করার প্রক্রিয়া শুরু হয়েছে। নোট বদল করার ক্ষেত্রে লাগছে না প্যান বা আধারের মত পরিচয় পত্র।এবিষয়ে আর বি আই এবং এস বি আই’য়ের মত ব্যাংকের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা। সোমবার ওই মামলাটি খারিজ করে দিল আদালত।দিল্লি হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী এবং বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়। আবেদনে অশ্বিনী দাবি করেছিলেন, পরিচয় পত্র ছাড়া নোট বদলের সিদ্ধান্ত স্বেচ্ছাচারী এবং অযৌক্তিক কাজ। এমনকী তা ভারতীয় সংবিধানের ১৪ নং অনুচ্ছেদকে লঙ্ঘন করছে।এদিন দিল্লি হাই কোর্ট ওই মামলা খারিজ করে দিল। ফলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্ব ঘোষণা মতই আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত নোট বদল চলবে। লাগবে না কোন পরিচয় পত্র। প্রসঙ্গত, এসবিআই-এর সার্কুলার অনুযায়ী কোনও ব্যক্তি যদি ২০,০০০ টাকা অবধি নোট বদল করেন, তবে পরিচয়পত্র এবং ব্যাংকের ফর্ম পূরণ করতে হবে না। ২০ হাজার মূল্যের বেশি ২০০০ টাকার নোট অ্যাকাউন্টে জমা করতে গেলেই দিতে হবে পরিচয়পত্র এবং রিকুইজিশন স্লিপ। এক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টও পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যাবে। অন্যদিকে ৫০ হাজার টাকার বেশি মূল্যের ২০০০ টাকার নোট জমা করলে প্যান কার্ড দিতে হবে।