২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের কাছে গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হয়। তাদের মধ্যে অন্যতম হল রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ অনেকেই। তাই এই দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। প্রসঙ্গত, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।মঙ্গলবার সেই বিশেষ দিন। প্রতি বছরের মত এবছরও আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মহম্মদ, শিক্ষা সচিব শরদিন্দু চৌধুরী , আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রনব সরকার সহ আরও অনেকে। অনুষ্ঠানের প্রথমে উপস্থিত অথিতিরা শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।অনুষ্ঠানে উপস্থিত অথিতিরা এই দিনটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post হরিয়ানার পানিপথে দুর্ঘটনাগ্রস্ত সাংসদ বিপ্লব কুমার দেবের গাড়ি
Next post ত্রিপুরা রিহেভিশন প্লান্টেশন কর্পোরেশন লিমিটেডে কর্মরত কর্মচারীরা ডি এ চাইতে গিয়ে হেনস্থার শিকার
%d bloggers like this: