বিশালগড় থানাধীন কলকলিয়া দুর্গা চৌমুনী ২ নং ওয়ার্ডের রাধারমান সিনহার ২৮ বছরের ছেলে প্রসেনজিৎ সিনহা গত ১৮ এপ্রিল আচমকা নিখোঁজ হয়ে যান। পুলিশের কাছে জানালেও এখনও তার হদিশ মেলেনি। ওই যুবক বিবাহিত। তার দুই মেয়েও আছে। কিন্তু স্ত্রী থাকেন আলাদা। অসহায় বাবা-মা বুঝে উঠতে পারছেন না আদৌ তাদের ছেলে বেঁচে আছেন কিনা ! তাদের আবেদন পুলিশ যেন ছেলেকে খুঁজে বের করে বাড়ি নিয়ে আসে।