২৯শে মার্চ বুধবার তিন বীরঙ্গনা কন্যা কুমারী, মধুতী ও রুপশ্রীর শহীদান দিবস। এবছর ৭৪তম শহিদান দিবস। প্রতি বছরের মত এবছরও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করল সি পি আই এম দল। এদিন শহীদান দিবস পালন করা হয় রাজধানীর সিপিআইএম কার্যালয়ে৷ প্রথমে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত CPIM দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দরা৷ পাশাপাশি নীরবতাও পালন করা হয়।এক সাক্ষাৎকারে দলের রাজ্য সম্পাদক বলেন, ১৯৪৯ সালের ২৯শে মার্চ এই তিন বীরঙ্গনা কন্যা কুমারী, মধুতী ও রুপশ্রী শহিদ হয়েছিলেন। আজ তাদের ৭৪ তম শহীদান দিবস । তাদের অবদান কখনো ভুলার নয় বলে তিনি জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post মঙ্গলবার রাতে যোগেন্দ্র নগর রেল স্টেশন এলাকায় পাঁচ নেশা কারবারিকে আটক করল এলাকাবাসীরা।
Next post মহা অষ্টমী তথা অশোকাষ্টমীর দিন রাজধানীর ঐতিয্যবাহী দুর্গা বাড়ীতে রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো দিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
%d bloggers like this: