৩০শে এপ্রিল রবিবার একটি বিশেষ দিন। এদিন দেশের প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের ১০০তম পর্ব অনুষ্ঠিত হবে। তাই সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে রাজ্যেও আগামীকাল এই মন কি বাত অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করার লক্ষ্যে ১৫০০টি জায়গায় মন কি বাত অনুষ্ঠান সম্প্রচার করা হবে বিজেপি দলের তরফ থেকে। পাশাপাশি এদিন সরকারি ভাবে রাজ্যপালের বাসভবনেও করা হবে অনুষ্ঠান । যেখানে মন্ত্রিসভার সকল সদস্য ও মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন সমাজে প্রতিষ্ঠিত লোকেরা উপস্থিত থেকে মন কি বাত অনুষ্ঠান শুনবে। শনিবার রাজধানীর বিজেপি’র প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন কি বাত অনুষ্ঠানের ত্রিপুরা ইনচার্জ তথা নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মণ ও প্রদেশ বিজেপি দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে মন কি বাত অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দলের রাজ্য সভাপতি।