কেন্দ্রীয় সরকার জনসাধারণের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে এসেছে। যারমধ্যে এই প্রকল্পটি সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ এই প্রকল্পের মাধ্যমে আপনি যেমন বিদ্যুৎবিলে ছাড় পাবেন তেমনই রক্ষা পাবে পরিবেশ।দেশের সাধারণ নাগরিকদের সুরহা করতে ও পরিবেশ বাঁচাতে কেন্দ্রীয় সরকারের বড় উদ্যোগ হল প্রধানমন্ত্রীর সূর্যঘর ফ্রি বিল যোজনা।এই প্রকল্পের মাধ্যমে সাধারণ নাগরিকরা ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল বাঁচাতে পারেন। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাওয়া যাবে।

সকাল থেকে রাত পর্যন্ত বিদ্যুৎ আমাদের নিত্যসঙ্গী। আলো,পাখা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিস চলে বিদ্যুতে। মাসের শেষে বা প্রথমে বিদ্যুৎ বিল দিতে গিয়ে অনেকেরই মাথায় ওঠে হাত।কেন্দ্রীয় সরকারের PM Surya Ghar Muft Bijli Yojana অনেকটাই শাস্রয় হবে বিদ্যুৎ বিলে। এউ স্কিমে আবেদন করলে মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাওয়া যাবে। অর্থাৎ ১৮ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।
সৌর ঘর প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার সোলার প্যানেল বসানোর জন্য আর্থিক সাহায্য় করবে। এই সোলার প্যানেল বসানোর ফরে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাবে। অতিরিক্ত বিদ্যুৎ লাগলে তা স্থানীয় বিদ্যুৎ অফিস থেকেও পাওয়ার সুবিধে রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post এক উশৃঙ্খল মহিলার দায়ের আঘাতে গুরুতরভাবে আহত আরেক মহিলা!
Next post বিধানসভায় শুরু হচ্ছে অনলাইনে প্রশ্ন জমা দেওয়ার পদ্ধতি – রতন লাল নাথ
%d bloggers like this: