৩৬ কৃত্রিম উপগ্রহ নিয়ে একটি রকেট লঞ্চ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো । রবিবার সকালে শ্রীহরিকোটা স্পেসপোর্ট থেকে এই স্যাটেলাইটগুলি উৎক্ষেপণ করা হয়েছে। ওয়ানওয়েব ইন্ডিয়া-২ মিশনের অধীনে এই স্যাটেলাইটগুলি উৎক্ষেপণ করা হয়েছে বলে জানানো হয়েছে ইসরোর তরফে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মার্ক-৩ রকেটের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে কৃত্রিম উপগ্রহগুলিকে। ইসরো এই রকেট উৎক্ষেপণের মাধ্যমে ব্রিটেনের একটি সংস্থার উপগ্রহ উৎক্ষেপন করা হয়েছে। ব্রিটেনের ওয়ানওয়েব গ্রুপের ৩৬টি স্যাটেলাইট মহাকাশে পাঠালো ভারতীয় সংস্থা। লোয়ার আর্থ অরবিটে এই স্যাটেলাইট গুলি পাঠানো হবে বলে ইসরোর তরফে জানা গিয়েছে। গত বছরও এই সংস্থার একাধিক স্যাটেলাইট উৎক্ষেপন করেছিল ইসরো।