৬৯ তম অখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে এবারও নানা কর্মসূচির আয়োজন করে রাজ্য সমবায় দপ্তর, ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন এবং সমবায় সমিতি সমূহ। আগামী ১৪ নভেম্বর আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি। পরবর্তী সময়ে জেলাস স্তরেও সংঘটিত করা হবে নানা কর্মসূচি। সপ্তাহব্যাপী এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার আগরতলায় সমবায় দপ্তরে আয়োজন করা হয় এক রক্তদান শিবির। এদিনের এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়নের চেয়ারম্যান রনজয় কুমার দেব। ছিলেন দপ্তরের আধিকারিক থেকে শুরু করে ইউনিয়নের কর্মকর্তারা। সাধারণ মানুষের আর্থিক সামাজিক উন্নয়নে সমবায়ের একটা অন্যতম গুরুত্ব রয়েছে। তাই সমবায়ের প্রসার ও প্রচার সব অংশের মানুষের কাছে পৌঁছে দিতেই প্রতিবছর রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় সমবায় সপ্তাহ। এমনটাই এদিন জানালেন দফতরের যুগ্ম রেজিস্টার।