ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী শ্রীনাথপুর শাখা কমিটির উদ্যোগে সাত দফা দাবিতে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের সচিবের মাধ্যমে গৌরনগর ব্লকের বিডিও-এর নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন দেওয়ার পূর্বে শ্রীনাথপুর গ্রামের সরকারি স্কুলের সামনে দলীয় কর্মী সমর্থকরা একত্রিত হয়ে স্কুলের সামনে থেকে মিছিল শুরু করে গ্রামের বিভিন্ন রাস্তা পায়ে হেটে পরিক্রমা করে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত অফিসে এসে অফিস প্রাংগনে এক পথসভায় মিলিত হয়। পথসভা চলাকালীন সি.পি.আই.এম নেতা তুয়াকুল আলী এবং হবিব উদ্দিনের নেতৃত্বে সাতজনের এক প্রতিনিধি দল পঞ্চায়েত সচিবের নিকট ডেপুটেশনে মিলিত হয়। অন্যদিকে মিছিলের নেতৃত্বে ছিলেন বিধায়ক মোবস্বর আলী, অঞ্চল সম্পাদক সুরমান আলী সহ আরও অনেকে। পথসভায় ঊনিশ জন ভোটার বিজেপি দল ত্যাগ করে cpim দলে যোগ দেয় এবং নবাগতদের হাতে দলীয় পতাকা তোলে বরন করেন বিধায়ক মোবস্বর আলী। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মোবস্বর আলী বলেন যে, শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এনেক্সার-C এর লিস্টে যাদের নাম রয়েছে তাদের প্রত্যেককে ঘর প্রদান করতে হবে, এনেক্সার-ডি এর লিস্টে যাদের নাম রয়েছে অথবা এনেক্সার-ডি এর লিস্টে যাদের নাম এখনও অন্তর্ভুক্ত করা হয়নি তাদের নাম অন্তর্ভুক্ত করে প্রত্যেককে ঘর প্রদান করতে হবে, শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিটি ওয়ার্ড এলাকায় রেগার কাজ করাতে হবে এবং রেগায় দুশো দিনের ও মজুরি তিনশো চল্লিশ টাকা করতে হবে, পঞ্চায়েত এলাকায় পানীয়জলের সমস্যার সমাধান করে পানীয়জলের ব্যবস্থা করতে হবে, পঞ্চায়েত এলাকায় প্রতিটি কাচা রাস্তা পাকা করার কাজ অবিলম্বে শুরু করতে হবে, উপযুক্ত ভাতা প্রাপকদের ভাতা প্রদান করতে হবে এবং দুই হাজার টাকা করে ভাতা প্রদান করতে হবে, পঞ্চায়েতের PDF ফান্ডে কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা রয়েছে তা পুস্তিকা প্রকাশ করে জনসমক্ষে প্রকাশ করতে হবে, শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে অবিলম্বে পঞ্চায়েতের প্রধান এবং উপ প্রধান নির্বাচন করতে হবে। মুলত এই সাত দফা দাবিতেই ডেপুটেশন প্রদান করা হয়েছে। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মোবস্বর আলী বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন