আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচন। তাই প্রায় প্রতিদিনই ৮ টাউন বড় দোয়ালি বিধানসভা কেন্দ্রের অধীন বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত ও মেয়র দীপক মজুমদার। প্রতিদিনের মত শনিবার সকালেও কাউন্সিলর ৮ টাউন বড় দোয়ালি বিধানসভা কেন্দ্রের অধীন ১৫নং বুথ এলাকায় বাড়ি বাড়ি প্রচারে যান। প্রচারে গিয়ে বর্তমান রাজ্য সরকারের কাজের রিপোর্ট কার্ড জন সাধারনের হাতে তুলে দিয়ে বিজেপি দলকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। এদিন কাউন্সিলর রত্না দত্ত এর সঙ্গে দলের স্থানীয় মহিলা নেতৃত্বরাও ছিল দলে দলে ।প্রচার কালে এক সাক্ষাৎকারে কাউন্সিলর বলেন, প্রতি দিন প্রচারে গিয়ে ভাল সাড়া পাচ্ছেন ।নির্বাচনে পর পর জয়ী হয়ে আসছি আমরা। কয়েক মাস আগেও অনুষ্ঠিত নির্বাচনে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জয়ী হয়েছেন। এবারও তিনি জয়ী হবেন বলে রত্না দত্ত জানান।