২১শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। এবছর নবম যোগা দিবস। গোটা বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে গোটা রাজ্যেও দিনটি পালন করা হয় যোগা কর্মসূচির মধ্য দিয়ে। এই উপলক্ষে এদিন সকালে রাজধানীর শিবনগরস্থিত মহাত্মা গান্ধী মেমোরিয়াল এইচ এস স্কুলে বিজেপি ৯ বনমালীপুর মন্ডলের উদ্যোগে বিশ্ব যোগা দিবস পালন করা হয় । সেখানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ও দলের নেতৃত্ব নবেন্দু ভট্টাচার্য সহ মন্ডলের নেতৃত্বরা। এক সাক্ষাৎকারে রাজীব ভট্টাচার্য জানান, আজ আন্তর্জাতিক যোগা দিবস । এই উপলক্ষ্যে দলের তরফ থেকে রাজ্যের প্রতিটি মণ্ডলে এই যোগা দিবসটি পালন করা হচ্ছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আগামিদিনে এই যোগা একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দলের রাজ্য সভাপতি জানান।