বিশালগড় মোটর স্ট্যান্ড অটো ও মারুতি ওয়াগন গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ আহত ৪, বৃহস্পতিবার বিকেল পাঁচটা ৩০ মিনিটে, ঘটনাস্থলে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতাল, পুলিশের হাতে আটক নেশাগ্রস্ত ওয়াগনার গাড়ি চালক, জানাযায় TR01C4093 নাম্বারে অটো গাড়ি বিশালগড় চেলিখলা যাওয়ার পথে বিশালগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন সড়কে আসতে আগরতলা থেকে বিশ্রামগঞ্জ এর দিকে যাওয়ার পথে দ্রুতগতিতে ওয়াগনার গাড়ি চালক নেশাগ্রস্ত অবস্থায় অটো গাড়িতে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দ পেয়ে মোটরস্ট্যান্ডে থাকা অন্যান্য চালকসহ পথচারীর গঠনস্থলে দ্রুত ছুটে আসেন এবং খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে। বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে নেশাগ্রস্ত অবস্থায় থাকা ওয়াগনর গাড়ির চালককে আটক করে বিশালগড় থানায় নিয়ে আসেন।