শনিবার আবারো উদয়পুর সেন্ট্রাল রোডে চুরির কান্ড সাঙ্গ করতে গিয়ে গণধোলাইয়ে গুরুতর যখম এক যুবক। সংবাদের জানা যায় উদয়পুর শহর থেকে বেশ কয়েকদিন ধরে বাইসাইকেল চুরি ঘটনার সামনে আসছে। কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ চোর গুলিকে কোন ভাবে জালে আটকাতে সক্ষম হচ্ছিলো না। শনিবার উদয়পুর সেন্ট্রাল রোড এলাকায় শহরের কুখ্যাত চোর হিসেবে চিহ্নিত জুটন দে কে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজনরা। এই দৃশ্য দেখে স্থানীয় লোকজনরা জুটন এর পিছু নিতে থাকে এবং একটা সময় দেখতে পায় সেই একটি বাইসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজনরা এ কুখ্যাত চোর জুটনকে পাকড়াও করে গণধোলাই দিতে থাকে। একটা সময় খবর দেওয়া হয় উদয়পুর রাধা কিশোরপুর থানা কে। থানার পুলিশরা ঘটনাস্থলে গেলেই স্থানীয় লোকজনরা আরো উত্তেজিত হয়ে পড়েন পুলিশের উপর।যদিও একটা সময় আর কে পুর থানার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে কে পুর থানায়। স্থানীয় লোকজনরা দাবি রেখেছেন এই চোরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় অন্যথায় আগামীদিনে এ ধরনের চুরির ঘটনার সংগঠিত করলে আইনের দরস্ত হবেন না সাধারণ মানুষ